প্রায় ৫০ বছরের পুরনো প্রাচীন রীতি মেনে বৈশাখ মাসের শুরুতেই পুরাতন মালদায় শুরু হল ঐতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠান। হিন্দু শাস্ত্র মতে চামুন্ডা কালীর মুখো এবং বুড়ি কালীর মুখো পুজোর পাশাপাশি গম্ভীরা নাচ অনুষ্ঠিত হয়। শনিবার রাতে এই গম্ভীরা অনুষ্ঠানকে ঘিরে পুরাতন মালদা পুরসভার বাচামারি এলাকায় ব্যাপক ভক্তদের ভিড় উপচে পড়ে। আর এই গম্ভীরা নাচ ও গান […]