মহেশ্বর চক্রবর্তী চৈত্র শেষ হয়ে বৈশাখের হাল সাল কেটে গেলেও এখনও বৃষ্টি ও কালবৈশাখীর দেখা নেই। তাই বরুণদেবকে তুষ্ট করতে এবং বাংলার বুকে বৃষ্টির আহ্বানে ব্যাঙের জাঁকজমকভাবে বিয়ে হল হুগলি জেলার আরামবাগ পাঁড়ের ঘাট মন্দিরে। ভারতে মূলত বর্ষার জলেই ধান চাষের রীতি আছে। বর্ষার জলই বলে দেয় সেই বছরের ফসল কেমন হবে। ফলে খরা হলেই […]