একবিংশ শতাব্দীর বর্তমান সমাজে দীপাবলি উৎসবে রংবেরঙের বৈদ্যুতিক লাইটের ব্যবহার বাড়লেও তারি মাঝে এবার বাড়ছে চিরাচরিত মাটির প্রদীপের চাহিদাও। বিগত কয়েক বছর কালীপুজোর এই আলোর উৎসবের প্রধান উপাদান ছিল রংবেরঙের বাহারী লাইট। এবার ছবিটা কিছুটা পাল্টাচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অকুলসাঁড়া ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের কেশদা, কেচন্দা সহ বেশ কয়েকটি গ্রাম প্রতিমা, ঘট, হাঁড়ি, […]