রেশম উৎপাদনের প্রধান উপকরণ পোলুপোকা এবং তুঁত চাষ করে নির্ভরশীল হওয়ার পথ দেখাচ্ছেন মালদার কালিয়াচকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। গোটা দেশজুড়েই রেশম গুটি থেকে উৎপাদিত সুতোর চাহিদা বরাবরই রয়েছে। এই রেশম সুতো থেকেই তৈরি হয় উন্নতমানের পোশাক। আর সেই রেশম শিল্পকে বাঁচিয়ে রাখতেই মালদার কালিয়াচকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের বাড়িতেই পোলুপোকা চাষ করে মোটা টাকা […]