নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: আকাশে বৃষ্টির দেখা নেই, সার্বমারসিবল চালিয়ে চলছে চাষ, আর্থিক খরচের পরিমাণ মাথায় চাপছে কৃষকদের। আর তাতেই মাথায় চিন্তার রেখা কৃষকদের। আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল, তবে এখনও সে অর্থে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে চাষের জমি ভিজছে বটে, কিন্তু সেই বৃষ্টি চাষের উপযোগী নয়। শুরু থেকেই বর্ষার খামখেয়ালিপনা চলছে। বৃষ্টি […]