নিজস্ব প্রতিবেদন, পুরুলিয়া: বংশে কোন কন্যা সন্তান ছিল না। তাই কন্যা সন্তানের কামনায় দেবীর আদেশে পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের আড়রা গ্রামের মিশ্র পরিবারে শুরু হয়েছিল দুর্গোৎসব। প্রায় ৩২২ বছর আগে শুরু হওয়া পুজো এখনও সমান আড়ম্বরে চলছে। আজও সেই পুজোর অংশিদার হিসেবে মিশ্র বাড়ির মহিলারাই প্রধান ভূমিকা পালন করে চলেছেন। জানা গিয়েছে, আড়রা গ্রামের […]

