পূর্ব বর্ধমান : স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবস সহ বৃহস্পতিবার বাঙালির অন্যতম পার্বণ সরস্বতী পুজো। দেবীর আরাধনায় মেতে উঠবে স্কুল কলেজের পড়ুয়া থেকে অন্যান্য পুজো উদ্যোক্তারা। সরস্বতী পুজো মানেই বিদ্যার দেবীর আরাধনা। এই বিশেষ দিনে হাতেখড়ি দিয়ে বহু অভিভাবক সন্তানের পড়াশোনার পাঠ শুরু করেন। হাতেখড়ি মানেই স্লেট আর চক পেন্সিল। কালো পাথরের তৈরি স্লেট কাঠের কাঠামো […]