গরমের দিনে মানুষজনের আচমকাই পেট খারাপ হচ্ছে। কারও পেট মোচড় দিয়ে আমাশয় তো কারও আন্ত্রিকের মতো উপসর্গ। এছাড়া পেট ফাঁপা, ক্ষিদে না হওয়া তো আছেই। এই সময়টা কী খাবেন, সেটাই বোঝেন না অনেকে। শরীর খারাপ হলে ডাক্তাররে পরামর্শ মতো ওষুধ খেতেই হবে। তার পাশাপাশি শরীরের পুষ্টির দিকটাও দেখতে হবে। মৌরি-মিছরির জল রাতভর মৌরি-মিছরি ভিজিয়ে সকালে […]