নিশি রাতে রায় জমিদারের দেওয়া মা দক্ষিণাকালীর মঙ্গল ঘট মাথা করে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন আরামবাগের হামিরবাটির বাসিন্দা তারাচাঁদ সর্বেশ্বর। এই ঘটনা প্রায় ৪৫০ বছর আগের। জমিদার বাড়ির পুরোহিত ছিলেন তারাচাঁদ সর্বেশ্বর। পরে এই বংশ ভট্টাচার্য পরিবার নামে খ্যাত হয়। গরিব ভট্টাচার্য পরিবারে মা দক্ষিণা কালীরূপে প্রতিষ্ঠিত হলেও কোনও সময়ই মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়নি। ঘটে […]