দাদাসাহেব পুরস্কার ২০২৩ এর জন্য ভূষিত হবেন দক্ষিণী তারকা মোহনলাল (Mohanlal) । মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে জানানো হয়, দাদাসাহেব ফালকের সিলেকশন কমিটির পক্ষ থেকে শ্রী মোহনলালকে দাদাসাহেব পুরস্কার ২০২৩ দিয়ে সম্মানিত করা হবে। উল্লেখ্য, মোহনলাল মালায়লাম সিনেমা জগতে স্বনামধন্য একটি নাম। তিনি নিজের কেরিয়ারে নানা চরিত্রের মাধ্যমে দর্শকদের […]

