সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি ঢুকতেই তৈরি হল এক ধুন্ধুমার পরিস্থিতি। হাতাহাতিতে জড়িয়ে পড়েন কৌস্তভের অনুগামী সঙ্গে অপর এক গোষ্ঠী। এদিকে সূত্রে খবর, সোমবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি কৌস্তভকে। এদিকে কৌস্তভও নাছোড়। সোমবারে পৌঁছেও যান মহাজাতি সদনে। অভিযোগ, গেটেই তাঁকে আটকে দেওয়া হয়। এরপরই গেটের সামনে […]