সূর্য, চাঁদ তো দেখে সকলেই। কিন্তু তা নিয়ে ভাবে ক’জন? কেন সূর্য ওঠে, চাঁদের গায়ে কালো দাগ! আকাশ ভরা তারার রহস্য তেমন করে কজনই বা জানতে চায়। তবে এমনটা চেয়েছিল সাউথ পয়েন্ট স্কুলের ক্ষুদে ছাত্র আরুষ। ছোট থেকেই টেলিস্কোপে চোখ রাখতে ভালবাসে সে। মহাকাশ নিয়েই গবেষণা করতে চায় ন বছরের আরুষ নস্কর। তাই নাসার খুদে […]