বসন্তে সেজে উঠেছে প্রকৃতি। তবে আবহাওয়া যতই ভাল হোক না কেন, ঋতু পরিবর্তনের সময়টাতে নানা ধরনের রোগ-জ্বালা লেগেই থাকে। তারই মধ্যে একটি চিকেন পক্স বা জল বসন্ত। এছাড়াও মিসলস বা হাম-সহ আরও নানা রোগ এই সময়টায় একটু বাড়ে। চিকেন পক্স, হাম এই রোগগুলোর সঙ্গে আমরা পরিচিত। সেইসঙ্গে পরিচিত অনেক কুসংস্কারের সঙ্গেও। দিদা-ঠাকুমাদের অনেক নিয়ম এখনও […]