ঘড়ির কাঁটায় ঠিক দুপুর একটা সাত মিনিট। হাজরা মোড় থেকে শুরু হয় ডিএ আন্দোলনকারীদের মিছিল। সেই মিছিলের মুখ যখন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পার হয় তখন ঘড়িতে একটা ৩৭ মিনিট। তবে মিছিল যখন হরিশ চ্যাটার্জি স্ট্রিট হয়ে হরিশ মুখার্জি রোডের দিকে তখনও মিছিলের ল্যাজ হাজরা মোড়ে। আন্দোলনকারীদের এই ছবি থেকেই স্পষ্ট, আন্দোলনকারীদের তেজ […]

