২০২২ থেকেই বাজেট হয়ে গিয়েছে ‘পেপারলেস’। কাগজের নথিপত্রের বদলে ডিজিটাল ট্যাবলেটে বাজেট পড়তেই বেশি স্বচ্ছন্দ অর্থমন্ত্রী। এবার নাগরিকদেরও ক্ষেত্রেও কাগজপত্র থেকে আরও বেশি ডিজিটাল নথিমুখী যে করতে চাইছে কেন্দ্রীয় সরকার তা এদিনের বাজেট অধিবেশন থেকে স্পষ্ট। ইতিমধ্যেই সমস্ত পরিচয়পত্র ও দরকারি নথিপত্র ডিজিটালি সেভ করার জন্য ডিজি-লকার অ্যাপও তৈরি করেছে কেন্দ্র। যেখানে সঞ্চিত রাখা যাবে […]