নিজস্ব প্রতিবেদন, বসিরহাট: ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জন একটি ঐতিহ্যবাহী ঘটনা। দুই বাংলা সেই বিসর্জন নিয়ে ইছামতির জল সীমান্তে প্রশাসনিক বৈঠক সারলো বিএসএফ ও বিজিবি। ইছামতির বক্ষে জল সীমান্তের জিরো পয়েন্টে লঞ্চের উপর এই ফ্ল্যাগ মিটিং সম্পন্ন হয়। টাকিতে বিসর্জনকে সামনে রেখে এই মিটিং উপস্থিত ছিলেন দুই দেশের প্রশাসনিক আধিকারিকরাও। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার টাকিতে ভারত-বাংলাদেশ […]

