নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: শেষ শব্দ? এমন ভাবেই এবার শারদ উৎসবে তুলে ধরা হয়েছে বাঁকুড়ার কাঁসা-পিতল শিল্পকে। হারিয়ে যেতে চলেছে শিল্পীদের তপ্ত কাঁসা-পিতলের মণ্ড পিটিয়ে পাত বা সামগ্রী তৈরি করার শধ। বাঁকুড়ার কাঁসা-পিতল শিল্প অতি প্রাচীন। একসময় অযোধ্যা ও কেঞ্জাকুড়ার মতো এই জেলার বিভিন্ন গ্রামে কাঁসা-পিতল শিল্পীদের ছিল দাপট। এই সব গ্রাম ছিল আর্থিক দিক থেকে […]