নিজস্ব প্রতিবেদন, হুগলি: বীজহীন বেগুন ফলবে বাংলার বুকে। আগেই উদ্যোগ নিয়েছিল হুগলি জেলা উদ্যান পালন দপ্তর। এই বিশেষ সবজি চাষে ব্যবহার করা হচ্ছে ইজরায়েলি প্রযুক্তি। সেদেশের প্রযুক্তিবিদ ও কৃষি বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে শুরু হয় চাষ। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি,চেরি, টমেটো, ক্যাপসিকাম, লেটুস চাষও চলছে। ঝড়বৃষ্টির পাশাপাশি প্রখর রোদ থেকে বাঁচতে পলি হাউস তৈরি করে পরীক্ষামূলক […]