মহেশ্বর চক্রবর্তী হুগলির আরামবাগ মহকুমার মধ্যে সবচেয়ে বন্যাপ্রবণ এলাকা হল খানাকুল। বর্ষাকালে বৃষ্টি জল বেশি হলেই চিন্তার ভাঁজ পড়ে খানাকুলবাসীর। স্থলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই তারা বহু প্রাচীনকাল থেকেই জলপথ ব্যবহারের জন্য নৌকোকেই একমাত্র নির্ভরযোগ্য যাতায়াতের মাধ্যম হিসাবে ব্যবহার করে। আসলে নৌকো মানেই খানাকুলের মানুষের কাছে একটা আবেগের জল যান। আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল […]