মহেশ্বর চক্রবর্তী হাতে বরণডালা, শঙ্খধ্বনি ও উলুর রোলে মুখোরিত দালান বাড়ি, পরণে কারোর তাঁতের শাড়ি আবার কারোর গরদের শাড়ি। মা জগদ্বাত্রীর বরণ চলছে। তবে মহিলারা নন,পুরুষরাই মা হৈমন্তীর দশমীর বরণ করছেন। তা দেখতে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এই দৃশ্য দেখা যায় হুগলির ভদ্রেশ্বরে তেঁতুলতলায়। যুগ যুগ ধরেই এটা চলে আসছে। বনেদিয়ানা তথা জমিদার বাড়ির […]