সরকারের কাছে লুপ্তপ্রায় শিল্পকে বাঁচানোর আর্জি পটুয়াদের নিজস্ব প্রতিবেদন, বালুরঘাট– বাজার মন্দা থাকলেও পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে এখনও পট বা সরা লক্ষ্মী গড়ছেন পটুয়ারা। লুপ্তপ্রায় হতে থাকা এই শিল্পকে টিকিয়ে রাখতে ক্রেতাদের কাছে ন্যায্য মূল্য আশা করছেন শিল্পীরা। মুখ ফিরিয়ে নেওয়া বর্তমান প্রজন্মকে এই শিল্পকলায় আকৃষ্ট করতে সরকারি পরিকল্পনার দাবি তুলেছেন তাঁরা। দুর্গোৎসব শেষ […]

