নিজস্ব প্রতিবেদন, পুরুলিয়া: রাজ্যের অন্যতম তথা পুরুলিয়ার সেরা মৌতড়ের মা বড়কালী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমেই। মা বড়কালীর পুজোর দিকে নজর জেলার এমনকি পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বহু ভক্তের। এই কালীপুজোর বৈশিষ্ট্য হল বলিদান। এখানে পুজোর রাত থেকে শুরু হয় বলি। চলে পরের দিন দুপুর পর্যন্ত। পাশাপাশি সারা বছর ধরে মায়ের নিমিত্তে ছাগ, ভেড়া বলিদান […]