আবার বড় পরদায় ফিরছে অ্যাকশন জ্যাকসন ‘রনি’। ৩০ অগস্ট মুক্তি পাবে ‘বাগী’ (Bagghi) ফ্রাঞ্চাইজির ৪ নম্বর ইনস্টলমেন্ট । উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পায় ‘বাগী’র প্রথম ভাগ, বিপরীতে শক্তি কন্যা শ্রদ্ধা কাপুর। বলিপাড়ায় ভালো সাফল্যও পায় এই জুটি। এরপরই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘বাগী ২’ বানানোর সিদ্ধান্ত নেন, যা মুক্তি পায় ২০১৮ সালে, এরপর পর করোনাকালের ঠিক […]

