নিজস্ব প্রতিবেদন, আউশগ্রাম: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এক ব্লকের দিগনগর গ্রামে এখনও আঁকড়ে আছে এক অনন্য ঐতিহ্য। ৩৫০ বছরেরও বেশি পুরনো এই পুজো রায় বাড়ির জমিদারি আমল থেকে চলে আসছে। অন্যত্র দেবী দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর আরাধনা হলেও, দিগনগরের রায় বাড়ির পুজোয় পূজিত হন দেবী দুর্গার ছিন্নমস্তা রূপ। সঙ্গে তাঁর দুই সখী […]

