নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: মেলার নাম খেরওয়াল তুকৌ। খেরওয়াল তুকৌ হল একটি আদিবাসী শধ। খেরওয়াল শধের অর্থ মানুষ এবং তুকৌ মানে মিলনমেলা। মানুষের মিলনমেলার এই উৎসব পালন করা হয় বর্ষবরণের সময়। আদিবাসী এই মহোৎসবে জমা হন হাজার হাজার মানুষ। রঙিন এই মিলনমেলায় গোটা রাজ্য থেকে বিভিন্ন আদিবাসী লোক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যেমন-পুরুলিয়ার কাশীপুরের আদিবাসী নৃত্য, […]