‘বিজেপি – তৃণমূল এক, কেন্দ্র-রাজ্য এক। মোদি-মমতা একটাই টিম। তাঁরা একই দলের সদস্য,’ এভাবেই এদিন দুই দলের প্রতি তোপ দাগেন সেলিম। বাংলার আবাস যোজনার তালিকা নিয়ে অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় দল রাজ্যকে যে ক্লিনচিট দিয়েছে সেই প্রসঙ্গেই সোমবার এমনটাই প্রতিক্রিয়া সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে সোমবার সকালে কোচবিহারে আসেন সিপিআইএম-এর রাজ্য […]