অ্যালিমালের (Animal) হাত ধরে বলিউডে জমি শক্ত করা শুরু করেছেন দেওল পুত্র ববি (Boby deol)। অ্যানিমালে যত না তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে তার থেকে বেশি প্রশংসিত হয়েছে তাঁর জামাল কুদু নাচ। এবার ফের দর্শকদের মন জয় করতে স্পাই সিরিজে নাম লেখালেন তিনি। জানা গেল, আলিয়া ভাটের ‘আলফা’ ছবিতে অভিনেতাকে খলচরিত্রে দেখা যাবে। ‘ওয়ার ২’- (War […]

