বক্স অফিসে সাঁইয়ারা ব্লকব্লাস্টারের পর দ্বিতীয় ছবি সাইন করলেন আহান পান্ডে (Ahaan Pandey)। দ্বিতীয় ছবি আবার যশরাশ ব্যানারে। শোনা যাচেছ, আহানের দ্বিতীয় ছবি ডিরেক্টর আলি আব্বাস জাফর, যিনি এর আগে ব্লক ব্লাস্টার সিনেমা সুলতান, টাইগার জিন্দা হ্যায়র মতো সিনেমায় ডিরেকশন দিয়েছেন। তবে, আহানের বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা ছিল। ছবি নির্মাতা সূত্রে জানা […]

