Tag Archives: #adra #manipuroldhome #durgapuja

সব থাকতেও বৃদ্ধাশ্রমে ঠাঁই! আবাসিকদের মন খারাপ দূর করতে আদ্রার মণিপুর বৃদ্ধাশ্রমে প্রথমবার দুর্গাপুজো

নিজস্ব প্রতিবেদন, পুরুলিয়া: পুরুলিয়ার রেলশহর আদ্রার মণিপুর বৃদ্ধাশ্রমে এই বছর প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে শারদোৎসব। একাকীত্ব আর নিঃসঙ্গতাকে সঙ্গে নিয়ে যারা বেঁচে আছেন, বৃদ্ধাশ্রমের সেই সব আবাসিকরাও এবার পাবে শারদীয়া উৎসবের স্বাদ। তাঁদেরও মুখে এবার ফুটবে হাসি। এই বিশেষ উদ্যোগ শুধু একটি উৎসব নয়, বরং জীবনের শেষ অধ্যায়ে পৌঁছে যাওয়া মানুষগুলোর জীবনে জ্বলে উঠবে নতুন […]