‘পঞ্চায়েত ভোটে কোনও সন্ত্রাস হবে না। আর তার জন্য প্রয়োজন ভাল প্রার্থী।‘ সোমবার কোচবিহারে পৌঁছে এমনই বার্তা তৃণমূলের সেকেন্ড-ইন- কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর ২০২৩-এর পঞ্চায়েত কারও কাছে নিজের শক্তি পরীক্ষার লড়াই তো কারও কাছে অস্তিত্ব টিকিয়ে রাখার। ২০২৪-এ লোকসফভা নির্বাচনের আগে এই রাজনৈতিক লড়াইয়ে নিজেদের শক্তি পরীক্ষা করতে আর দলের মধ্যে […]