সিদ্ধার্থ আনন্দ নির্দেশিত ‘কিং’ সিনেমার জন্য দিনরাত এক করে দিচেছন কিং খান শাহরুখ (Sharukh Khan)। পাঠানের (Pathan) পর সিদ্ধার্থের সঙ্গে শাহরুখের এটি দ্বিতীয় কাজ। তবে, শোনা যাচেছ, শুটিং থেকে কিছুদিনের জন্য ব্রেক নিতে চান ন্যাশানল অ্যাওয়ার্ডের জন্য। জানা গিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার, বিকেল ৪টে নাগাদ নয়াদিল্লিতে এক জমকালো রেড কার্পেট অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে […]

