Tag Archives: 4 coaches

করমণ্ডল এক্সপ্রেসের জেনারেল বগি সহ ৪ বগির ক্ষতি সর্বাধিক, ক্ষতি হয়েছে হামসফরের ২ বগিরও

শুক্রবার সন্ধেয় ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ নিয়ে রয়েছে এখনও ধোঁয়াশা। কারণ খতিয়ে দেখছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। তদন্ত করছে কমিশনার অফ রেলওয়ে সেফটিও। এদিকে সূত্রে খবর, হামসফর এক্সপ্রেসের ২ টি বগি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত করমণ্ডলের ২০টি বগিও। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এস-১, এস-২, এস-৩ এবং এস-৫। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেনারেল কম্পার্টমেন্ট। রেলের তরফে জানানো হয়েছে, […]