নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: আজ থেকে আনুমানিক ৩০১ বছর আগে বামাচরণ চ্যাটার্জি নামে এক বিশিষ্ট ব্যক্তি পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি গ্রামে মা কালীর প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এই বড়মা রূপেই পূজিত হয়ে আসছেন। তান্ত্রিক মতে নিশি পুজো হয় এখানে। বলিদান প্রথা রয়েছে, হয় ছাগ বলি। জনশ্রুতি আছে, আজ থেকে প্রায় ১৪১ বছর আগে বড়মা রূপী কালীর বাড়ি […]