‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইস পারমানেন্ট’ (ফর্ম সাময়িক, ক্লাস বরাবরের)… বিরাট কোহলির ব্যাটে রান না এলেই উঠে আসত এই কথাটা। একাধিকবার দেশ-বিদেশের ক্রিকেটাররা বিরাটের খারাপ সময়ের কথা বলতে গিয়ে যার উল্লেখ করেছেন। রানমেশিন কোহলি মাঠে নামলেই ভরপুর বিনোদন উপভোগ করত ক্রিকেটপ্রেমীরা। সেই বিরাটের ব্যাটে যেন জং ধরে গিয়েছিল। ৭০ থেকে ৭১তম শতরান করতে গিয়ে কোহলির […]

