রোদের তেজে ত্বক কালচে হয়ে গিয়েছে? নিষ্প্রাণ লাগে ত্বক?তাহলে উপায়? সূর্যের অতি ক্ষরাক বেগুনি রশ্মির প্রভাবে ত্বক কালো হয়ে যায়। একে বলে সান ট্যান। আর যদি কেউ দীর্ঘক্ষণ রোদে থাকেন, তাহলে শুধু ট্যান নয়, হয়ে যায় সান বার্ন। প্রথমেই মনে রাখতে হবে ত্বকের ক্ষতি বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি। তারপরও সান ট্যান বা সান […]