নিজস্ব প্রতিবেদন, হুগলি: রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো যে একেবারে বেহাল হয়ে পড়েছে, তার একটি নিদর্শন কি হুগলি জেলার গোঘাট দু’ নম্বর ব্লকের পান্ডু গ্রামের বেনেপুকুর শিবতলা উচ্চ প্রাথমিক বিদ্যালয়? স্থায়ী শিক্ষক ও শিক্ষা কর্মী নেই, শুধু ßুñল বাড়ি আছে, পড়ুয়া আছে। স্থায়ী শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। জানা গিয়েছে, এই স্কুলে কোনও স্থায়ী শিক্ষক নেই দু’টি […]