শিলিগুড়ি : ট্যাব কেলেঙ্কারিতে জড়িত এক অভিযুক্তকে বুধবার রাতে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম পুলিশ। অভিযুক্তের নাম মনোজ চৌধুরী বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত মালদা জেলার বৈষ্ণব নগরে সিএসপি চালাত। সে ওই সিএসপির ট্যাব কেলেঙ্কারি চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে শিলিগুড়ির ৪০ জন ছাত্রের ট্যাবের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
শিলিগুড়ি সাইবার ক্রাইম টিম বৃহস্পতিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে হাজির করে রিমান্ডে নেবে।