কলকাতা : বৃহস্পতিবার গায়ানায় ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালের আগে দেখে নিন সর্বাধিক রান ও উইকেট রেকর্ড।
হেড-টু-হেড রেকর্ড:
**ম্যাচ হয়েছে : ২৩টি
**ভারত জিতেছে : ১২টি
**ইংল্যান্ড জিতেছে : ১১টি
**শেষ ফলাফল: ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটে হারিয়েছে (অ্যাডিলেড:২০২২)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড রেকর্ড:
**খেলা হয়েছে : ৪টি
**ভারত জিতেছে: ২ টি
**ইংল্যান্ড জিতেছে: ২টি
**শেষ ফলাফল: ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটে হারিয়েছে (অ্যাডিলেড: ২০২২)।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান:
**বিরাট কোহলি (ভারত) :
২০ ম্যাচে ৬৩৯
**জস বাটলার (ইংল্যান্ড):
২১ ম্যাচে ৪৭৫
**রোহিত শর্মা (ভারত):
১৫ ম্যাচ ৪১০
টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট:
**ক্রিস জর্ডান (ইংল্যান্ড):
১৫ ম্যাচে ২১ উইকেট
**যুজবেন্দ্র চাহাল (ভারত):
১১ ম্যাচে ১৬ উইকেট
**হার্দিক পান্ড্য (ভারত):
১৪ ম্যাচে ১৪ উইকেট।