রাজকোট : বৃহস্পতিবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে তাঁদের শেষ লিগ ম্যাচে রাজস্থানকে ৭ উইকেটে পরাজিত করে বাংলা গ্রুপ এ-এর শীর্ষে থেকে সৈয়দ মুশতাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠেছে।
৭ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়েছে বাংলা।
১৫৪ রান তাড়া করে, অভিষেক পোরেল ১৫তম ওভারে কমলেশ নগরকোটির বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পোরেল ৪টি ছক্কা এবং সাতটি ৪ মারেন। পোরেল আউট হওয়ার পর বাংলা তাড়াতাড়ি দুটি উইকেট হারালেও
অধিনায়ক ঘরামির ৪৫ বলে অপরাজিত ৫০ রান করে বাংলাকে ষষ্ঠ জয়ের পথ দেখান, ৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন। বৃহস্পতিবারের ম্যাচে মোহাম্মদ শামি ছন্দে ছিলেন। তিনটে উইকেট নিয়েছেন। শামি ছাড়া বাংলার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সায়ন ঘোষ ও শাহবাজ আহমেদ। একটি উইকেট ঋত্বিক চট্টোপাধ্যায়ের। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৫৩ রান তোলে রাজস্থান। কার্তিক শর্মা ৪৬ ও ক্যাপ্টেন মহিপাল লোমরোর করেন ৪৫ রান।