নতুন সভাধিপতি ও সহ-সভাপতি এবং নবনির্বাচিত জেলা পরিষদের তৃতীয় পরিচালন সমিতির সদস্যদের শপথ বর্ধমানে

নিজস্ব প্রতিবেদন, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলা পরিষদের নতুন সভাধিপতি ও সহ-সভাপতি এবং নবনির্বাচিত পশ্চিম বর্ধমান জেলা পরিষদের তৃতীয় পরিচালন সমিতির সদস্য ও সদস্যাবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হল। শপথ গ্রহণ অনুষ্ঠানটি আসানসোল জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পশ্চিম বর্ধমানের নতুন জেলা পরিষদের সভাধিপতি হলেন বিশ্বনাথ বাউরি এবং সহ-সভাপতি বিষ্ণুদেব নুনিয়া।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক অরুণ প্রসাদ, ডিপিআরডিও তমজিত চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, প্রাক্তন জেলা সভাধিপতি সুভদ্রা বাউড়িসহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন আধিকারিকগণ। জেলাশাসক অরুণ প্রসাদ পশ্চিম বর্ধমান সাধারণ মানুষের প্রতি বার্তা দেন, তিনি আশা রাখেন জেলা পরিষদের প্রত্যেকটি সদস্য সহ সভাধিপতি সাধারণ মানুষের প্রতি সমস্ত কাজ উজার করে দেবেন। কাঁকসা জেলা পরিষদের জয়ী প্রার্থীরা ছিলেন বুড়ি টুডু, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, ও সমীর বিশ্বাস। রানিগঞ্জ বিধানসভার কালো বরণ মণ্ডল, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় ও বিষ্ণু দেব নুনিয়া। পাণ্ডবেশ্বর বিধানসভা অনুভা চক্রবর্তী, সুনিতি মণ্ডল, সুজিত মুখোপাধ্যায়, চুমকি মুখোপাধ্যায়। জামুরিয়া বিধানসভার পুতুল বন্দ্যোপাধ্যায়, লতিফা কাজি। বারাবনি বিধানসভা, এমডি আরমান, বেবি মণ্ডল, মালা বাউড়ি, পূজা মাড্ডি রানিগঞ্জ ব্লকের স্বরূপ বন্দ্যোপাধ্যায় ও বিশ্বনাথ বাউরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 8 =