নয়াদিল্লি : জন্মবার্ষিকীতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দকে যুবাদের প্রেরণাস্রোত আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, “ভারতীয় যুব সমাজের অনুপ্রেরণার শক্তিশালী উৎস স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধাঞ্জলি। তাঁর ব্যক্তিত্ব এবং কর্ম বিকশিত ভারতের সংকল্পে নতুন শক্তি সঞ্চার করে চলেছে।
জাতীয় যুব দিবসের এই শুভক্ষণ আমাদের সমস্ত দেশবাসীর, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের মধ্যে নতুন শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে আসুক।”

