‘বদলও হবে বদলাও হবে’ : শুভেন্দু।

নাগরাকাটা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাগরাকাটায় বৃহস্পতিবার তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। সাম্প্রতিক খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিজেপির সভায় তিনি বলেন, “২০২৬ সালে যদি বদল হয়, তবে বদলাও হবে।”

সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু দাবি করেন, বিগত লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে ব্যবধান ছিল ৪২ লক্ষ ভোট। তাঁর কথায়, “আমাদের দরকার ২২ লক্ষ ভোট, আর এখন ভোটার তালিকা থেকে ২ কোটি ৪০ লক্ষ ভুয়ো নাম বাদ গেছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম উঠবে না — ভারতীয় মুসলমানদের ভয় পাওয়ার কারণ নেই।”

তিনি আরও বলেন, কেন্দ্রের নাগরিক তালিকা যাচাই প্রক্রিয়া তথা এসআইআর বন্ধে যে বিরোধিতা হচ্ছে, তা বিজেপি মানবে না। “এসআইআর না হলে ভোট হবে না, রাষ্ট্রপতি শাসন জারি হবে,” এমনই মন্তব্য তাঁর মুখে শোনা যায়। প্রতিবাদ সভায় তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন রোহিঙ্গাদের নেত্রী হয়ে গিয়েছেন।”

পাহাড়ে ম্যানগ্রোভ বসানো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যও ব্যঙ্গ করে তিনি বলেন, “চা-বাগানে রিসর্ট বানাচ্ছেন আর সাধারণ শ্রমিকের কষ্ট কেউ দেখছে না।” খগেন মুর্মুর আহত অবস্থার কথা জানিয়ে শুভেন্দু বলেন, “তাঁর পুরোপুরি সুস্থ হতে আরও দু’মাস লাগবে। যারা হামলায় যুক্ত, তাদের একে একে ধরা হচ্ছে।” তিনি হুঁশিয়ারি দেন, “২৬ সালের নির্বাচনে মানুষ যদি প্রস্তুত থাকে, বদল আসবেই। এবার ট্রেলার শেষ, আসল ছবি বাকি।” তিনি জানান, কালীপুজোর পরে তিনি কুমারগ্রাম ও কালচিনিতে যাবেন এবং চা-বাগান এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন।

আজকের সভায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা, বিধায়ক পুনা ভেংরা, কৌশিক রায়সহ দলের কয়েকজন রাজ্য নেতা।জলপাইগুড়ি জুড়ে বিজেপির এই প্রতিবাদ কর্মসূচি রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে, যেখানে শুভেন্দু ঘোষণা করেন, “২০২৬-এ পরিবর্তন শুধু স্লোগানে নয়, বাস্তবেই আসবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + twelve =