নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের আমদাবাদ অঞ্চলের কামালপুর গ্রামে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার থেকে গ্রামবাসীরা স্থানীয় পূজা ও রাম নারায়ণ কীর্তন উদযাপন করছিলেন। শান্তিপূর্ণভাবেই পূজা চলছিল।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এক গ্রামবাসী বাড়ি ফেরার পথে দেখেন, প্রতিমাগুলি ভাঙা অবস্থায় পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে অন্য গ্রামবাসীদের খবর দেন। পরে সবাই একত্রিত হয়ে এই নিন্দনীয় ঘটনার সাক্ষী হন।
এই ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পুলিশের কাছে অনুরোধ করেছেন, দোষীদের খুঁজে বের করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে।
নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করে তিনি লেখেন , “এই ধরনের বারবার ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনা সমাজে সাম্প্রদায়িক বিভেদ বাড়িয়ে তুলবে। পশ্চিমবঙ্গ পুলিশের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া এবং এই ভয়ংকর ঘটনাগুলিকে ধামাচাপা না দিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা।”
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করেন, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে।