কলকাতা : আগামীকাল, অর্থাৎ ৭ ও ১৪ সেপ্টেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগ পরীক্ষা। প্রায় তিন লক্ষাধিক চাকরিপ্রার্থী কেন্দ্রে বসবেন। কমিশন ইতিমধ্যেই প্রভিশনাল অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে, যেখানে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নিয়ম ও নিষিদ্ধ সামগ্রীর তালিকা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রের বাইরে রাখা আবশ্যক; কোনো নিষিদ্ধ জিনিস পেলে পরীক্ষার্থীকে সঙ্গে সঙ্গে বাতিল করা হবে।
শনিবার বিকেলে মুখ্যসচিব মনোজ পন্থ জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। এসএসসি-এর চেয়ারম্যান ও স্কুল শিক্ষা দফরের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছায়। কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে পরীক্ষার সময় পরিস্থিতি নজরে রাখা হবে, এবং প্রশাসন নিশ্চিত করবে পরিবহণ ও নিরাপত্তার কোনও ত্রুটি না হয়।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিকে ‘প্রহসন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “SSC চিটিংবাজ। ১,৯৫৮ জন ‘দাগি’ শিক্ষকের মধ্যে ১,৮০৬ জনের নাম প্রকাশিত, বাকি ১৫৮ জন অ্যাডমিট কার্ড পেয়েছেন। মুখ্যমন্ত্রীর আত্মীয়ও পরীক্ষায় বসছে। প্রশ্নফাঁসের সম্ভাবনা আছে। এই পরীক্ষা সম্পূর্ণ প্রহসন।” তাঁর অভিযোগ পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
প্রশাসন কঠোর নিরাপত্তা ও নিয়ম মেনে পরীক্ষার জন্য সতর্কতা জারি করেছে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা সরেজমিনে উপস্থিত থাকবেন এবং কোনও অনিয়ম প্রতিরোধ করা হবে। কমিশন ও প্রশাসন একযোগে পরীক্ষা স্বচ্ছ ও নির্ভরযোগ্য করার জন্য কার্যক্রম তৎপর রাখছে।

