কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতির ইস্যুতে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় সাংবাদিক বৈঠকে দাঁড়িয়ে তিনি দাবি করেন, আগামী ৭ সেপ্টেম্বরের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে বিক্রি হচ্ছে। শুভেন্দুর অভিযোগ, “আমাদের হাতে খবর এসেছে—প্রশ্নপত্রের দাম ঠিক হয়েছে ৫০ হাজার টাকা। এটা ভয়াবহ ঘটনা। গরিব প্রার্থীরা সারাবছর পরিশ্রম করে, আর টাকা দিয়ে যারা কিনবে তারাই চাকরি পাবে?”
শুভেন্দু আরও বলেন, “৫০ হাজার টাকায় মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি রেকর্ড পেয়েছি। আগের বার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র আর জীবনকৃষ্ণরা এজেন্ট ছিল। এবার নতুন কিছু এজেন্ট দিয়ে করাবে।”
তিনি আরও জানান, এই অভিযোগের সমর্থনে তাঁর হাতে একটি অডিও রেকর্ডও আছে। শুভেন্দুর কথায়, “আমি রাজ্য সরকারকে সময় দিচ্ছি। মুখ্যমন্ত্রী চাইলে অবিলম্বে তদন্ত শুরু করতে পারেন, দোষীদের ধরতে পারেন। না হলে আমরা আদালতে যাব। শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আমাদের লড়াই চলবে।”
রাজনৈতিক মহলে শুভেন্দুর এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তাঁর দাবি, প্রশ্নফাঁস রুখতে অবিলম্বে স্বচ্ছ তদন্ত প্রয়োজন, নয়তো শিক্ষক নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারি আরও বড় আকার নেবে।

