ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন নিয়ে আদালতের পর্যবেক্ষণকে হাতিয়ার করে ফের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার, ৮ই এপ্রিল নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি জানান, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ‘অভিযোগকারী প্রার্থী’ অভিজিৎ (ববি) দাসের দায়ের করা নির্বাচনী মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি সুগত মজুমদার নির্বাচন কমিশন এবং জেলা নির্বাচন আধিকারিককে নির্দেশ দিয়েছেন—তাঁরা যেন সংশ্লিষ্ট নির্বাচনের যাবতীয় নথি, বিশেষ করে সিসিটিভি ফুটেজ এবং ডিভিআর রেকর্ড সংরক্ষণ করেন।
বিচারপতির এই নির্দেশের উল্লেখ করে শুভেন্দু লেখেন, “সত্য উদ্ঘাটিত হতে সময় লাগে, কিন্তু শেষমেশ সত্যই জিতে যায়। সিসিটিভি ফুটেজ ও ডিভিআর রেকর্ডগুলিতে স্পষ্ট দেখা যাবে—‘নিঃশব্দ বিপ্লব’ তথা ভাইপোবাদ কী ভাবে ওই কেন্দ্রের নির্বাচনে প্রভাব ফেলতে পারে।”
তাঁর এই মন্তব্যে ‘নিঃশব্দ বিপ্লব’ ও ‘ভাইপোবাদ’ শব্দ দুটি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইঙ্গিত যে শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই, তা বলার অপেক্ষা রাখে না।
পোস্টের শেষে বিরোধী দলনেতা ট্যাগ করেছেন ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল এক্স হ্যান্ডেল @ECISVEEP এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের এক্স হ্যান্ডেল @CEOWestBengal-কে।
এই পোস্ট সামনে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি।