শুভেন্দু অধিকারীর তমলুকে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ; সন্দেশখালী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

তমলুক : সোমবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী শহীদ মাতঙ্গিনী ব্লকের নারান দাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি আরতি ও কীর্তন করেন এবং প্রসাদ বিতরণ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী সন্দেশখালী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, “এতদিন সন্দেশখালি যাননি কেন মুখ্যমন্ত্রী? সন্দেশখালীর মানুষ মুখ ফিরিয়েছে। যখন সন্দেশখালিতে জমি লুট ও শারীরিক নির্যাতন হচ্ছিল, তখন মুখ্যমন্ত্রী সেখানে যাননি। একজন মহিলা হয়ে যা কাজ করার কথা ছিল, তা করেননি। উল্টো বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে সমর্থন করেছিলেন। বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করবে।”

সুজয় মণ্ডলের তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “তিনি তো অনেকদিন ধরেই তৃণমূল করেন। পাঁচদিন আগে আমাকে মেসেজ করেছিলেন, আমার কাছে সব গোছানো আছে। আমাকে বাধ্য করছেন আবার তৃণমূলে ঢুকতে।”

নন্দীগ্রামে বোমা উদ্ধারের বিষয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, “আমাদের নেত্রী মামনি জানাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি এসব ভয় পাননি।”

কাঁথি কন্টাই সমবায় নিয়ে কোর্টে যাওয়ার প্রশ্নে তিনি বলেন, “বিজেপি ভোটের লড়াইয়ে আছে। যেভাবে ভোট লুট হয়েছে, দেখবেন এই ভোটটা অবৈধ। ভোটটা বাতিল হবে।”

সন্দেশখালীতে সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন। এছাড়া, সম্প্রতি তিনি একটি বিতর্কের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা প্রদান করেছেন।

এই ঘটনাগুলি পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার সূত্রপাত করেছে।ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =