মুখ্যমন্ত্রীর রেলে জেলাসফর নিয়ে রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

এবার ট্রেনে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই রেল সফর নিয়ে একাধিক অভিযোগ তুলে এবার রেলমন্ত্রীকে অশ্বিনী বৈষ্ণবকে এক চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই চিঠির প্রতিলিপি টুইটারে তিনি শেয়ারও করেন। রেলমন্ত্রীকে লেখা এই চিঠিতে শুভেন্দু দাবি করেন, মুখ্যমন্ত্রীর এই ট্রেন সফরের কারণে সাধারণ যাত্রীকে সমস্যায় পড়তে হয়েছে। রাজনৈতিক স্বার্থে ট্রেন সফরকে ব্যবহার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার সরাইঘাট এক্সপ্রেসে হাওড়া থেকে মালদহের পথে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের সফর। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী টুইটারে লেখেন, ‘আমি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছি। ৩ মে ২০২৩ ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসে যাত্রী পরিষেবা ইচ্ছাকৃত বিঘ্নিত হয়েছে বলে আমি আমার প্রতিবাদ জানাচ্ছি। সেই ট্রেনে যাত্রী হিসাবে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর লোকজন। রীতিমতো হাইজ্যাক করা হয়েছিল ট্রেনটিকে। যাত্রীস্বচ্ছন্দ্যের কথা না ভেবেই রাজনৈতিক কারণে এসব করা হয়েছে। ট্রেনের সময়সূচিও বিঘ্নিত হয়েছে।’ একইসঙ্গে এ সংক্রান্ত একটি নোটও শেয়ার করেন তিনি। এর পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতার মতিভ্রম হয়েছে। সকাল থেকে রাত অবধি এসব বকছেন। তাঁর বক্তব্য তো তাঁর দলই সমর্থন করে না। তিনি সমালোচনা করছেন দেশের প্রাক্তন রেলমন্ত্রীর বিরুদ্ধে। সেই প্রাক্তন রেলমন্ত্রী, যিনি ট্রেনের ভাড়া ১ টাকা না বাড়িয়েও পরিষেবায় প্রভূত উন্নতি এনেছিলেন। তাঁর সমালোচনা করছেন মানে তিনি পাগলের মতো মধ্য গগনে সূর্যের দিকে তাকিয়ে পথ চলছেন। তাতে সূর্যের কিছু হয় না, যে চলছে তার চোখটাই পুড়ে যায়। আগামী দিনে লোডশেডিং নেতার তাই হতে চলেছে।’
এদিকে শুক্রবারই মুর্শিদাবাদ সফর সেরে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =