সিবিআইয়ের বিরুদ্ধে তাদের কর্মদক্ষতা নিয়ে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি মনীশ সিসোদিয়া সহ একাধিক আপ নেতার গ্রেপ্তারি ও বিরোধীদের উপর সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র সরকার এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৯ বিরোধী নেতা।যার মধ্যে ছিলেন উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়াল, কে চন্দ্রশেখর রাও, ফারুক আবদুল্লাহ, শরদ পাওয়ার, ভগবত মান, অখিলেশ যাদব, তেজস্বী যাদবরা। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করে এই চিঠি পাঠানোর ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি।
সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী দুজনেই সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করলেও দুজনের চিঠির বিষয় আলাদা। শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে দাবি করেছেন, সিবিআই তাঁর মুখ্যমন্ত্রী পদের জন্য মমতাকে সমীহ করে আর ভয় পায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। কারণ, শুভেন্দুর অভিযোগ, সারদা মামলার দশ বছর পরও কেন দশ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও তদন্ত কেন শুরু করতে পারল না সিবিআই তা নিয়েই।