‘খাজনার থেকে বাজনা বেশি।’ তাঁর সংযোজন, ‘একটি দেউলিয়া হয়ে যাওয়া সরকার রাজনৈতিক স্বার্থে জনগণের টাকা নয়ছয় করছে।’ সোমবার এমন ভাষাতেই টুইট করতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর এই টুইটে আদতে তিনি ‘রাস্তাশ্রী’ প্রকল্প নিয়ে কাঠাগড়ায় তুললেন রাজ্য সরকারকে। একইসঙ্গে তাঁর অভিযোগ, এই প্রকল্পের বরাদ্দ টাকার সিংহভাগই ব্যয় করা হচ্ছে প্রচারের জন্য। আর তার বক্তব্যের যে যথার্থতা রয়েছে তা বোঝাতে পঞ্চায়েত ও গ্রমোন্নয়ন দপ্তরের একটি নথিও টুইট করেন শুভেন্দু। সেই নথিতে দেখানো হয়েছে, ‘রাস্তাশ্রী’ প্রকল্প নিয়ে কী ভাবে এলাকায় প্রচার চালাতে হবে, তারই নির্দেশিকা।
আর এই প্রসঙ্গ টেনেই শুভেন্দুর প্রশ্ন, ‘রাস্তাশ্রী’ প্রকল্পে বিজ্ঞাপনের জন্য কত টাকা খরচ হবে? শুভেন্দু আশঙ্কা, পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই এই প্রকল্পকে প্রচারের হাতিয়ার করে তোলা হচ্ছে।
শুভেন্দুর এই প্রশ্নের পাল্টা উত্তর দিতে দেখা যায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। বলেন, ‘প্রতি বছরই কোনও না কোনও ভোট থাকে। তাই বলে কি সরকারি কাজ বন্ধ থাকবে? আসলে বিজেপি ভালো কিছু দেখতে পারে না।’